ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ভারত

ছবিতে কলকাতায় ভাষা দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ছবিতে কলকাতায় ভাষা দিবস উপ হাই-কমিশনের উদ্যোগে কলকাতায় প্রভাতফেরি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ২১ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশ উপ হাই-কমিশনের উদ্যোগে কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র থেকে একটি প্রভাতফেরির সূচনা হয়। যা উপ হাই-কমিশন প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ উপ হাই-কমিশনে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ।
ছবি: পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ উপ হাই-কমিশনে শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে শিশুরা।

ছবি: ফুল দিচ্ছে শিশুরা

তার আগে মধ্যরাতে মশাল জ্বালিয়ে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানের সূচনা করে ভাষা ও চেতনা সমিতির সদস্যরা। কলকাতার কার্জন পার্কে ‘ভাষা উদ্যানে’ শহীদ বেদিতে মাল্যদানে উপস্থিতি ছিল কবি, সাহিত্যিক শিল্পী এবং সাধারণ মানুষের।
ছবি: কবি-সাহিত্যিকসহ সাধারণ মানুষের শ্রদ্ধা

কলকাতায় নির্মিত ‘শহীদ স্মৃতি উদ্যানে’ পুস্পার্ঘ দিয়ে সম্মান জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: মুখ্যমন্ত্রী মমতার শ্রদ্ধা

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।