ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ‘গেজ টেকনোলজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ‘গেজ টেকনোলজি’

ঢাকা: স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০ বাংলাদেশ পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ‘গেজ টেকনোলজি’। 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিসন ব্লু  ওয়াটার গার্ডেন হোটেল বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’ বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।  

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছে ট্রাক লাগবে এবং থার্ড রানারআপ হয়েছে অল্টারইয়্যুথ।

ঢাকায় বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে।  

অনলাইন স্ক্রিনিং রাউন্ড ও প্রিলিমিনারি জাজিং রাউন্ড শেষে চূড়ান্ত হওয়া আট উদ্যোক্তা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করেছে তারা হলো, অল্টারইয়্যুথ, কুকআপস, গেজ, পার্কিং কই, পোষাপেটস, সিগমাইন্ড ডট এআই, তরুণ ডিজিটাল, ট্রাক লাগবে। এরমধ্যে তিনজন বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।