অবশ্য, ফল প্রকাশের আগেই নির্বাচনে বিশাল কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ৬৭ বছর বয়সী প্রাবোও।
২০১৪ সালের নির্বাচনে উইদোদোর কাছে হেরে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন সাবেক এ সেনা কর্মকর্তা।
যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে উইদোদো ৫৫.৫% ও প্রাবোও পেয়েছেন ৪৪.৫% ভোট। এতে প্রায় ১৯ কোটি ২০ লাখ ভোটার ২০ হাজার আইনপ্রণেতা নির্বাচিত করেন।
এদিকে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সহিংসতার আশংকায় রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
গত শুক্রবার (১৭ মে) বেশ কয়েকজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। তাদের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সমাবেশে বোমা হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের।
২০১২ সালে জাকার্তার গভর্নর হয়ে প্রথমবারের মতো রাজনীতিতে পা রাখেন ৫৭ বছর বয়সী জোকো উইদোদো। ২০১৪ সালে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার শাসনকালে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে সুস্থির গতিতে এগিয়ে চলেছে।
যদিও, নির্বাচনের আগে বেশকিছু সমর্থক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে উইদোদোর সঙ্গ ত্যাগ করেন। এছাড়া, ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের জন্য তার দেওয়া বিশেষ সুযোগ-সুবিধা নিয়েও আপত্তি তুলেছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
একে