ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিস্ফোরণে আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জুন ২, ২০১৯
রাশিয়ায় বিস্ফোরণে আহত ৩৮ বিস্ফোরণে বিশাল ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। 

শনিবার (১ জুন) স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে জাঝিনস্ক শহরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে জেএসসি ক্রিস্টাল রির্সাচ ইনস্টিটিউটের একটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় ভবনের ভেতর পাঁচজন কর্মী ছিলেন। তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।

ভবনে আরো কেউ আটকা পড়েছেন কি না তা নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।

এ ঘটনার পর জাঝিনস্ক শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কারখানার নিরপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি-না তা তদন্তে কাজ শুরু করেছে উচ্চ পর্যায়ের কমিটি।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হলেও, এখন পর্যন্ত  কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, কারখানার একটি ওয়ার্কশপে যান্ত্রিক গোলযোগ থেকে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০০ বর্গমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আকাশের অনেক উঁচু পর্যন্ত মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

রাশিয়ার জাঝিনস্কি শহরটিকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। গত আগস্টে এ শহরের আরেকটি কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।