সম্প্রতি আইকিউ টেস্টে তারা শরীফ নামের মেয়েটি ব্রিটেনের অক্সফোর্ডে এক লিখিত পরীক্ষায় অংশ নিয়ে এ স্কোর গড়েন। তিনি শুধু আইনস্টাইন নয়, হারিয়ে দিয়েছেন এ প্রজন্মের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংকেও।
১৬২ স্কোর পাওয়ায় তারা শরীফ এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনালের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় তারা বলেন, রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত ভালো করবো, আশা করিনি। বড় হয়ে গণিত নিয়েই কাজ করতে চাই।
মেয়ের এমন সাফল্যে চমকে গেছেন তার বাবাও। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জানতাম সে (তারা) ভালো করবে। টেলিভিশনে গণিত বিষয়ক প্রতিযোগিতা দেখার সময় সে প্রতিযোগীদের আগেই উত্তর দিয়ে দিতো। সে মেধাবী জানতাম, কিন্তু আইকিউ এত বেশি, সেটা বুঝতে পারিনি।
মেনসা আইকিউ টেস্টে তারা শরীফের চেয়েও বেশি স্কোর গড়ার রেকর্ড আছে আরও কয়েকজনের। সর্বকালের সর্বোচ্চ স্কোরের মালিক সিঙ্গাপুরের আইনান সেলেস্ট কোওলে। তার পয়েন্ট ২৬৩।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
একে