ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ শতাংশ ইউরেনিয়াম মজুদ করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
৫ শতাংশ ইউরেনিয়াম মজুদ করবে ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: ছয় পরাশক্তির সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে বেঁধে দেওয়া সীমা পার করে ইউরেনিয়ামের মজুদ ৫ শতাংশ করবে ইরান।

রোববারই (৭ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শনিবার (৬ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, আগামীকালের (৭ জুলাই) মূল ঘোষণা হবে, ইউরেনিয়ামের মজুদ ৩ দশমিক ৬৭ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার।

এর আগে, ইরানের ফারস নিউজ এজেন্সিও জানিয়েছিল, রোববার দেশটির পারমাণবিক বিষয়ক জ্যেষ্ঠ সমঝোতাকারী আব্বাস আরাকচি চুক্তির আরও কয়েকটি বিষয় বাতিলের ঘোষণা দেবেন।

গত মাসে মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যায়, শিয়া অধ্যুষিত দেশটিতে সামরিক অভিযানের অনুমতি দিলেও শেষ পর্যন্ত পিছু হটেন তিনি।

তবে, সেসময় ইরানকে ‘শায়েস্তা করতে’ বড় ধরনের নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর জের ধরে, গত ২৪ জুন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) শীর্ষ আট কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।