ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডোরিয়ানের পর বাহামায় ধেয়ে যাচ্ছে আরও একটি ঝড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ডোরিয়ানের পর বাহামায় ধেয়ে যাচ্ছে আরও একটি ঝড় দু’দিনের মধ্যে বাহামায় আঘাত হানতে পারে ঝড়টি। ছবি: সংগৃহীত

মাত্র সপ্তাহ দুয়েক আগেই শক্তিশালী হারিকেন ডোরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপ-দেশ বাহামা। এখনো চলছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, বাড়ি ফিরতে পারেননি ক্ষতিগ্রস্তরা। এর মধ্যেই সেখানে আরও একটি ঝড় আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নিম্নচাপের (টিডি৯) কারণে ইতোমধ্যে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ও ঝড়ো হাওয়া বইছে। আগামী দু’দিনের মধ্যে সেটি সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

 

চলতি মাসের শুরুতে ভয়াবহ হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। নিখোঁজ রয়েছেন ১৩শ’র বেশি মানুষ। উদ্ধার কার্যক্রম এখনো শেষ হয়নি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ডোরিয়ানের আঘাতে ক্ষয়ক্ষতির শিকার অন্তত দেড় হাজার মানুষের এখনো খাদ্য, ওষুধ, আশ্রয়ের মতো সাহায্য প্রয়োজন। এর মধ্যে আবারও ঝড় আসলে উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম ব্যাহত হতে পারে।

আগামী কয়েকদিনে বাহামায় প্রায় ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত ও ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১ সেপ্টেম্বর অ্যাবাকো দ্বীপে আঘাত হানার সময় ডোরিয়ানের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।