রোববার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় ইরানের যোগাযোগ ও তথ্য মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরুমি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
টুইটবার্তায় জাহরুমি বলেন, ‘আহামরি কিছু নয়। তুমি কেবলমাত্র তোমার হাতে গড়া জিনিসকেই মেরে ফেললে। ’
এর আগে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, মার্কিন সেনাদের মরণফাঁদে আটকা পড়ে নিজের শরীরে বোমা বেঁধে ‘কুকুরের মতো’, ‘কাপুরুষের মতো’ আত্মঘাতী হয়েছেন বাগদাদী। সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটকা পড়ে ‘কান্না ও ঘ্যানঘ্যান’ করতে করতে বোমার আঘাতে নিজেকে উড়িয়ে দেন এ পালের গোদা।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর বাগদাদি হত্যা প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, তুর্কি নিয়ন্ত্রণাধীন সিরিয়ার ইদলিব অঞ্চলে আইএসের শীর্ষনেতা নিহত হওয়া বা এ ঘটনায় মার্কিনিদের অভিযানের সত্যতার ব্যাপারে এখন পর্যন্ত মস্কোর কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।
বিশ্বকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রই অর্থ ও অস্ত্র দিয়ে আইএসকে সৃষ্টি করে বলে ইরানসহ বিভিন্ন মহল অভিযোগ করে আসছে।
আরও পড়ুন
*** তিন সন্তানসহ আইএস নেতা বাগদাদী নিহত: ট্রাম্প
*** কে এই বাগদাদী?
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এইচজে