ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়ায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
গোয়ায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

ঢাকা: ভারতের গোয়া রাজ্যে প্রশিক্ষণকালে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার প্রশিক্ষণকালে দেশটির গোয়া রাজ্যের দেবোলিম গ্রামের কাছে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিধ্বস্ত হয় ভারতীয় নৌবাহিনীর ‘মিগ-২৯কে’ যুদ্ধবিমানটি।

এসময় যুদ্ধবিমানটিতে দু’জন পাইলট ছিলেন। তবে এটি বিধ্বস্ত হলেও তারা দু’জন নিরাপদে সেখান থেকে বের হতে পেরেছেন বলে জানিয়েছেন নৌবাহিনীর কমান্ডার বিবেক মাধওয়াল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, যুদ্ধবিমানটির ইঞ্জিনে পাখির আঘাত লাগায় এটি বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি বিধ্বস্ত হয়েছে সেটি জনশূন্য এলাকা বলে এতে কোনো বেসামরিক নাগরিক প্রাণ হারায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।