ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

থার্টিফার্স্টে বেআইনি কাণ্ড, কলকাতায় আটক ৩৬০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
থার্টিফার্স্টে বেআইনি কাণ্ড, কলকাতায় আটক ৩৬০০ ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টিফার্স্ট নাইটে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে কলকাতায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে মদ্যপান, ট্রাফিক আইন ভঙ্গসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই একরাতে আটক করা হয়েছে মোট ৩ হাজার ৬৭৮ জনকে। এর মধ্যে ১৪৮ জন অজামিনযোগ্য অপরাধে অভিযুক্ত, ৫৩১ জন মদ্যপ অবস্থায় ও বেপরোয়া গাড়িচালনা, ৬৫৪ জনকে মোটরসাইকেলে তিনজন চড়ায় এবং ১২৮৯ জনকে হেলমেট না পরায় আটক করা হয়।

৫০ জনকে সন্দেহবশত, ৮৩১ জনকে দুর্ব্যবহারের কারণে, একজন অবৈধ অস্ত্র পরিবহনের দায়ে এবং চারজন দুঃসাহস দেখাতে গিয়ে আটক হয়েছেন।

এদিন প্রায় ২৩৪ লিটার মদ, দুই কেজি গাঁজা ও আড়াই কেজি আতশবাজি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
একে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।