ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে জনতার উপর উঠে গেলো গাড়ি, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জার্মানিতে জনতার উপর উঠে গেলো গাড়ি, আহত ১০

জার্মানির কেন্দ্রীয় শহর ভক্সমারসেনে একটি শোভাযাত্রার আয়োজনে অংশ নেওয়া জনতার উপর একটি গাড়ি উঠে যাওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।  

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শোভাযাত্রার আয়োজনে লোকজন অংশ নিতে যোগ দেয়।

এ সময় সিলভার রঙের একটি মার্সিডিজ লোকজনের উপর উঠে গেলে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

এটি দুর্ঘটনা নাকি হামলা, প্রাথমিক তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে আহতদের উদ্ধারে কাজ করছে। ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

ঐতিহ্যগতভাবে প্রতি বছরের মতো দিনটিতে ‘রোজ মানডে’ উদযাপন করছিলেন জার্মানরা। এজন্য বাদ্যের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।