ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলামকে ভালো করে বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ইসলামকে ভালো করে বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ এমপি

ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য পল ব্রিস্টোর শহরে ২০ হাজার মুসলিমের বাস। তাদের প্রতি সংহতি জানিয়ে এক সপ্তাহ রোজা রাখার ঘোষণা দিয়েছিলেন পল ব্রিস্টো। নিজের সেই অঙ্গীকার পালনে রমজান শুরু হওয়ার পর থেকে তিনি রোজা রাখছেন। টুইটারে নিজের রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 

পল ব্রিস্টো বলেছেন, ইসলাম ও পবিত্র রমজান সম্পর্কে আরও ভালো করে জানতে তিনি রোজা রাখার সিদ্ধান্ত নেন। গত চারদিন ধরে রোজা রেখেছেন তিনি।

রোজা রেখেই তিনি এমপি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিপিই বিতরণসহ নানা কাজে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে তার ক্ষুধা কিংবা পিপাসার কথা মনে হয়নি। রোজা রাখা তার কাছে সহজ মনে হয়েছে।

পল ব্রিস্টোর মতে, রমজান হচ্ছে আত্ম উন্নয়ন, বেশি করে প্রার্থনার সময়। তিনি বলেন, আমি মুসলিম নই, তারপরও আমি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।