ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় বিশ্ব অর্থনীতির ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ১৫, ২০২০
করোনায় বিশ্ব অর্থনীতির ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা লোগো

করোনা ভাইরাস মহামারিতে বিশ্ব অর্থনীতি পঙ্গু হতে চলেছে। এ মহামারির কারণে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন থেকে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত।

শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, এ ক্ষতির পরিমাণ বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ।

এ সংখ্যা গত মাসে অনুমিত ক্ষতির দ্বিগুণেরও বেশি।

এ ক্ষতি হিসাব করতে গিয়ে এডিবি ধরে নিয়েছে, অর্থনৈতিক কার্যক্রম ও চলাচলে বাধা তিন থেকে ছয় মাস বজায় থাকবে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুইয়ুকি সাওয়াদা বলেন, ‘কোভিড-১৯ এর গুরুতর অর্থনৈতিক প্রভাব কী হতে পারে তার বিস্তারিত চিত্র উপস্থাপন করে নতুন এ বিশ্লেষণ। ’

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।