বড়শির মতো বাঁকানো ঠোঁট
রংটিও রক্ত লাল,
চোখ দুটো তার হলদে সাদা
লেজ লম্বা সুচাল।
এই পাখিটি বন-বাদাড়ে
গাছের কোটরে থাকে,
ঘুরে ঘুরে ফলমূল খায়
উচ্চৈঃস্বরে ডাকে।
শেখালে সে বলে কথা
মানুষের ভাষাতে,
পায়ের আঙুলে হাতের কাজ
নিপুণতা তাতে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এএ