ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর জগদীপ ধনকর। ছবি: বাংলানিউজ

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর।

শনিবার (২০ জুলাই) রাজ্যের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকরকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হলো। আমি ওনাকে জানিয়েছি যে, আমি ইতোমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি। শ্রী জগদীপ ধনকরকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই...। ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই। ’

এদিন ত্রিপুরা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও নাগাল্যান্ডের রাজ্যপাল পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চলতি মাসেই মেয়াদ শেষ হচ্ছে কেশরী নাথ ত্রিপাঠির। ২০১৪ সালের ২৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন। কেশরী নাথ ত্রিপাঠির নির্ধারিত সময় শেষ হওয়ার পর এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব নিতে যাচ্ছেন জগদীপ ধনকর। তিনি সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ও রাজস্থানের সাবেক সাংসদ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
ভিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ