ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

এবার স্বামীর পরিবারের বিরুদ্ধে মিলার মামলা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এবার স্বামীর পরিবারের বিরুদ্ধে মিলার মামলা 

ঢাকা: এবার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছেন কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহীদ মিলা। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা সিএমএম কোর্ট মামলাটি দায়ের করেন তিনি।  

মামলায় বলা হয়, তার শ্বশুর বাড়ির লোকজন গত ৭, ৯ ও ১০ অক্টোবর bd24live অনলাইনে তাকে নিয়ে বিভিন্ন নিউজ ছাপান।

এতে তার সুনাম ক্ষুন্ন হয়।

মামলায় দেবর এসএম রহমান, দেবরের বউ আফরোজা রহমান লাভনী, bd24live অনলাইন সম্পাদক ও তার শাশুড়ি আফরোজা নাসিরকে আসামি করা হয়।  

মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরফুজ্জামান আনসারীর আদালতে শুনানির কথা রয়েছে। মিলার বক্তব্য গ্রহণ করে আজ যে কোনো সময় আদেশ দেবেন বলে জানা গেছে।  
 
এর আগে মিলার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে রয়েছেন সাবেক স্বামী এসএম পারভেজ সানজারি।     

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআই/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।