ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী বার সমিতির নির্বাচনে ৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
রাজশাহী বার সমিতির নির্বাচনে ৪২ প্রার্থীকে বৈধ ঘোষণা

রাজশাহী: রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী ৪২ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নতুন বার ভবনে সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম সব প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য মঙ্গলবার ছিল শেষদিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহারে আবেদন জমা দেননি। তাই বিভিন্ন পদে ৪২জন প্রার্থীকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন তারা প্রচারণা চালবেন।

আগামী ২৮ মার্চ ভোটগ্রহণ করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম সেলিম।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।