ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার প্রতিবেদন ৭ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার প্রতিবেদন ৭ মে

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের এসআই আলমগীর মজুমদার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় নতুন এ তারিখ ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ।  

গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় স্বপ্না (৩০) ও রেশমা (৩৬) নামের দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে সায়েন্স ল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাট থেকে ৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনার পর থেকেই ওই বাসায় কর্মরত দুই গৃহকর্মী নিখোঁজ ছিলেন; যারা মাহফুজা চৌধুরীকে হত্যা করেছে।  

পরে এজহার নামীয় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯ 
এমএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।