ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৭৭ সহকারী জজের পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
৭৭ সহকারী জজের পদোন্নতি

ঢাকা: জুডিসিয়াল সার্ভিসে ২০১৪-২০১৫ সালে যোগ দেওয়া ৭৭ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন-১) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

২৯ ডিসেম্বর দেওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর‌্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস আদেশ,২০১৬ এর বেতন স্কেলের ৪র্থ গ্রেডের বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ/সমপর‌্যায়ের পদে পদোন্নতি দেওয়া হলো।



প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেওয়া পর‌্যন্ত কর্মরত থাকবেন।  

তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।