ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাভারের রানার জামিন প্রশ্নে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
সাভারের রানার জামিন প্রশ্নে রুল

ঢাকা: ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় রাজধানীর অদূরে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ মার্চ) এ রুল জারি করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।    

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

 রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।  
পরে আলতাফ হোসেন বলেন, এর আগে গতবছর এই মামলা নিষ্পত্তি করতে একবছর সময় দেওয়া হয়েছিল। কিন্তু নিষ্পত্তি না হওয়ায় ফের জামিন আবেদন করা হয়।

আমিন উদ্দিন মানিক বলেন, আদালত আজ (মঙ্গলবার) তার জামিন প্রশ্নে ১০ দিনের রুল জারি করেছেন।

তিনি জানান,  ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন ১ হাজার ১৬৭ জন। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়, যার মধ্যে নকশাবহির্ভুতভাবে ভবন নির্মাণের অভিযোগে পরের বছরের ১৫ জুন সাভার মডেল থানায় দুদকের  উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম মামলা করেন। এ মামলায় ওই বছরের ১৬ জুলাই ভবনমালিক রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
 
রানার প্লাজার ঘটনায় ২০১৪ সালের ২৪ জুন ওই মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়। সোহেল রানার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোহেল রানা বন্দি আছেন বলে জানান আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।