ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কমপ্লিট লুক পেতে মেকআপ শুধু মুখেই নয় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কমপ্লিট লুক পেতে মেকআপ শুধু মুখেই নয়  কারিনা কাপুর খান

বন্ধুর বিয়েতে যাওয়ার আগে খুব সুন্দর করে সাজলেন। বসে বসে ‍মুখে এক ঘণ্টা ধরে মেকআপ করলেন। চোখ-ঠোঁট-চুল সেট করেছেন যত্ন করে। পোশাকের সঙ্গ মিলিয়ে গয়নাও পরা শেষ। এবার বের হওয়ার আগে আয়নায় নিজেকে আরেকবার দেখুন তো। 

গলা ও ঘাড়ের রঙের সঙ্গে মুখের সাজটা কিছুটা বেমানান লাগছে না? ঠিক ধরেছেন। সাজের সময় মুখের মতোই গুরুত্ব দিতে হবে ঘাড় ও গলায় মেকআপ করতে।

 


যেভাবে করবেন: 

ত্বকের রঙের সঙ্গে মিলিয়েই মেকআপ করতে হবে। গলায় দাগ থাকলে হালকা করে একটু কন্সিলার লাগিয়ে নিন। লিকুইড ফাউন্ডেশন আঙুল দিয়ে গলা ও ঘাড়ের দিকে খোলা অংশে ব্লেণ্ড করে দিন। এবার কমপ্যাক্ট পাউডার লাগান। কানের নীচের অংশে ও কানের পাশেও দেবেন।  

ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে মাঝে মাঝে মধুর সঙ্গে চিনি মিশিয়ে গলা ও ঘাড়ে ম্যাসাজ করুন।  

এছাড়াও ময়েশ্চারাইজার শুধু মুখে হাতে লাগালে হবে না। গলায় ও ঘাড়েও নিয়মিত লাগাতে হবে।  

 

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।