গলা ও ঘাড়ের রঙের সঙ্গে মুখের সাজটা কিছুটা বেমানান লাগছে না? ঠিক ধরেছেন। সাজের সময় মুখের মতোই গুরুত্ব দিতে হবে ঘাড় ও গলায় মেকআপ করতে।
যেভাবে করবেন:
ত্বকের রঙের সঙ্গে মিলিয়েই মেকআপ করতে হবে। গলায় দাগ থাকলে হালকা করে একটু কন্সিলার লাগিয়ে নিন। লিকুইড ফাউন্ডেশন আঙুল দিয়ে গলা ও ঘাড়ের দিকে খোলা অংশে ব্লেণ্ড করে দিন। এবার কমপ্যাক্ট পাউডার লাগান। কানের নীচের অংশে ও কানের পাশেও দেবেন।
ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে মাঝে মাঝে মধুর সঙ্গে চিনি মিশিয়ে গলা ও ঘাড়ে ম্যাসাজ করুন।
এছাড়াও ময়েশ্চারাইজার শুধু মুখে হাতে লাগালে হবে না। গলায় ও ঘাড়েও নিয়মিত লাগাতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসআইএস