শীতের সময়টায় কেন গ্লিসারিন ব্যবহার করবেন:
• ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার
• শুষ্ক, ছোপ পড়ে যাওয়া বিবর্ণ ত্বকের কোমলতা ফেরাতে এটি কার্যকর
• ধুলো ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখে
• ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন ব্যবহার করুন
• ত্বকের সংক্রমণ সারিয়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখে
• ত্বক মসৃণ ও কোমল রাখে
• ত্বকের দাগ দূর করে।
ব্যবহার
• গ্লিসারিন সরাসরি ত্বকে লাগানো যায়
• প্যাকের সঙ্গে মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন
• ত্বক পরিষ্কারের জন্য তুলো গ্লিসারিনে ডুবিয়ে ত্বক মুছে নিন
• ঠোঁট কোমল রাখে।
একটি বোতলে সমপরিমাণে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে রেখে দিন। প্রতিরাতে ঘুমানোর আগে ও গোসলের পরেই এই মিশ্রণ পুরো শরীরে মেখে নিন।
ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন সহজলভ্য ও সাশ্রয়ী। আর গোলাপজলে রয়েছে ভিটামিন এ, বি৩, সি, ডি ও ই। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান।
শীতে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করুন, ত্বক শুষ্ক হওয়ার সুযোগই পাবে না। যাদের ত্বক বেশি শুষ্ক তারা সারা বছরই গ্লিসারিন ব্যবহার করলে উপকার পারেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআইএস