অবাক হচ্ছেন তো? বিজ্ঞানীরা বলেন, গরম বায়ু সব সময় হালকা হয়। তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে।
ফ্যান চালানো ছাড়াও জানালায় মোটা কাপড়ের পর্দা দিয়ে ঠাণ্ডা খানিকটা কমাতে পারেন। পারলে উলের পর্দা লাগিয়ে ফেলুন।
অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠাণ্ডা থাকে রান্নাটা তখন করুন। ঘরটা গরম রাখতে পারবেন। তবে এমনিতে চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে করে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআইএস