অন্য অনেক কারণ থাকলেও স্ক্যাল্পে অ্যালার্জির প্রভাবে চুল পড়তে পারে। হঠাৎ এমন বেশি চুল পড়তে শুরু করলে স্বাভাবিকভাবেই টেনশন হয়।
• হিট স্টাইলিং, হট রোলার, কার্লিং টং ব্যবহারও যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন
• একই জায়গায় না রেখে মাঝে মাঝে সিঁথির দিক বদলে নিন
• চুলের এমন কাট বেছে নিন যা চাওড়া সিঁথি ঢেকে দেবে
• চুল যতটা সম্ভব আলগা, খোলা রাখুন
• শক্ত করে বিনুনি বা খোঁপা বাঁধাও চলবে না
• হট অয়েল ম্যাসাজ করা যেতে পারে
• চুল ধোওয়ার শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন
• এবার আঙুল চালিয়ে জট ছাড়িয়ে নিন
• তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান
• বেশি চুল পড়তে থাকলে আপাতত কোনো প্যাকও লাগানোর দরকার নেই
• কারণ প্যাক তুলতে প্রচুর ঘষতে হয়, এতে চুল বেশি পড়ে
দীর্ঘদিন যদি একইভাবে চুল পড়তে থাকে, তবে একবার স্ক্যাল্প পরীক্ষা করিয়ে দেখে নিন কোনো সমস্যা হচ্ছে কিনা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসআইএস