করোনার জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় যা করতে হবে:
• বাস, ট্রেন বা লঞ্চের সহযাত্রীটি প্রবল হাঁচি-কাশি-জ্বরে আক্রান্ত? তার থেকে যতটা সম্ভব দূরে সরে যান।
• রাস্তাঘাটে সর্দিজ্বরে আক্রান্ত মানুষের সংস্পর্শে এলে রুমাল দিয়ে নিজের নাক আর মুখ ভালো করে চেপে ধরে রাখুন।
• অতিরিক্ত ভিড়ের বাস বা ট্রেন এড়িয়ে চলুন
• বাড়িতে বা অফিসে পৌঁছোনোর পর সাবান পানি দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে হাত ধুয়ে নিন
• হাত না ধুয়ে চোখে, মুখে বা নাকে একদম হাত দেবেন না
• প্রাইভেট কার ব্যবহার করলে জানলার কাঁচ নামিয়ে রাখুন
• বাস-ট্রেনের হাতল, সিঁড়ির রেলিংয়ের মতো জায়গাগুলো ভাইরাসের উপদ্রব বেশি হয়। এসব ধরার সময় হাতে টিস্যু রাখুন
• সঙ্গে হ্যান্ড স্যানিটাইজ়ার রাখুন, বাইরে থাকলে একঘণ্টা পরপর ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআইএস