ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

দৃষ্টি দিন চোখের সাজে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
দৃষ্টি দিন চোখের সাজে  জয়া আহসান

করোনায় মাস্ক পরে থাকতে হয় সব সময়। ত্বকের বিষয়ে তাই আজকাল খুব উদাসীন অনেকেই। সাজ গোজের বিষয়েও একই অবস্থা। যদি বাইরে যেতেও হয় সানব্লক ছাড়া আর কিছুই ব্যবহার করা হয় না। তবে এই সময়টায় চোখের সাজের দিকে একটু নজর দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে, তেমনি ভালো লাগবে নিজের কাছেও। 

খুব সহজে যেভাবে চোখ সাজিয়ে নিতে পারবেন। জেনে নিন:  

•    চোখের চারপাশে কালো দাগ থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিন 

•    চোখের পাতার ওপরে বাইরের কোণ থেকে, ভুরুর দিকে ব্রাশ দিয়ে হালকা রঙের আইশ্যাডো লাগিয়ে নিন 

•    চোখ, চোখে পড়তে লাইনার যতটা সম্ভব মোটা করে ব্যবহার করুন 

•    আই মেকআপ নিয়ে নানারকম ভাবে এক্সপেরিমেন্ট যদি করতে চান, তবে কালোর পরিবর্তে হালকা নীল বা পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের লাইনার ব্যবহার করতে পারেন 

•    চোখের নিচে টেনে কাজল দিন।

মাশকারা লাগিয়ে নিয়ে চোখের সাজ শেষ করুন।  

সুন্দর দেখানোর সঙ্গে সঙ্গে চোখের সুস্থতাও নিশ্চিত করতে হবে। এজন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন। মেয়াদ না থাকলে সেই পণ্য ব্যবহার করা যাবে না। বাড়িতে ফিরে চোখের মেকআপ তুলে নিন।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।