ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঘরেই পাওয়া যাবে সবুজের ছোঁয়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ঘরেই পাওয়া যাবে সবুজের ছোঁয়া ধনেপাতা

প্রকৃতির সবুজের সৌন্দর্য আমাদের সবাইকে কাছে টানে, আর একটু সবুজের ছোঁয়া পেলে মন স্নিগ্ধ হয়ে ওঠে। ইট পাথরের এই শহরে আমাদের প্রিয় ঘরেই বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট বা বাহারি গাছ রাখতে পারি। 

ঘরে আমরা যে গাছ রাখতে পারি তার মধ্যে রয়েছে- তুলসি গাছ, পুদিনা, কারিপাতা, ধনেপাতা, পেঁয়াজ পাতা। এছাডাও পাতাবাহার, মানিপ্লান্ট, ক্যাকটাস, বাঁশপাতা, ডের্জাট রোজ, থাই রোজ,  কেবি রোজ, ডেসিরা, পাথরকুচি, কলকি লাভ ক্যাকটাস, বট বনসাইসহ আরও অনেক গাছ।

 

এগুলো আমাদের ঘরটিকে আরও সুন্দর করে তোলে সঙ্গে অক্সিজেন পাওয়া যায় আর প্রয়োজনে বিভিন্ন গাছের পাতাগুলোও কাজে লাগে। জুসে বা সালাদে, রান্নায় খাবারের স্বাদ বাড়াতে, ঠান্ডা কাশি সারাতে জুড়ি নেই ‍এই ছোট ছোট পাতাগুলোর।  


যত্ন নেবেন যেভাবে: 
•    মাঝারি সাইজের টবে গাছ বা চারা লাগাতে হবে
•    এসব গাছ বেঁচে থাকে যত্নের ওপর  
•    গাছের বেলে ও দো-আঁস মাটি  উপযোগী
•    সপ্তাহে ১ থেকে ২ বার রোদে দিতে হবে, তবে রোদটা হতে হবে সকালের মিষ্টিরোদ।  
•    ৮-১০ দিন পরপর মাটি একটু ওলট-পালট করে দিতে হবে। যাতে করে মাটির ভেতরে জমে থাকা ক্ষতিকর গ্যাস বের হতে পারে
•    পানি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। পানি সরাসরি গাছের গোড়ায় না দিয়ে চারপাশ থেকে আস্তে আস্তে দিতে হবে।  
•    গাছের টব পরিবর্তন করতে চাইলে সতর্কতার সঙ্গে করুন, যাতে গাছের শিকড় যাতে ছিঁড়ে না যায়

•    পুদিনা পাতা কিনে গোড়াগুলো কেটে অল্প পানিতে এক রাত ভিজিয়ে রাখুন, পরের দিন টবে মাটি রেখে তাতে পুঁতে দিন 

•    শুকনো ধনের বীজ মাটিতে ছড়িয়ে দিলেই কয়েক দিনেই সবুজ ধনেপাতা দেখতে পাবেন।  


এই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, তাই প্রয়োজনমতো ছেঁটে দেবেন।  


বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।