সোনার বাংলা এক্সপ্রেস থেকে: ঢাকা থেকে যাত্রা করে ঘড়ি ধরে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে গেল বিরতিহীন নতুন আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’।
রোববার (২৬ জুন) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় যাত্রা করে নির্ধারিত সময় ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিলাসবহুল এ অভিজাত ট্রেনটি।
সোনার বাংলার এ প্রথম যাত্রার পর চালক আনোয়ার পাশা বাংলানিউজকে জানান, আজ নির্ধারিত সময় মেনে আসা হলেও আরও ৪০ মিনিট কমিয়ে গন্তব্যে পৌঁছা সম্ভব সোনার বাংলার।
সূচি অনুযায়ী, বিকেল ৫টায় আবার ঢাকার পথে রওয়ানা হবে সোনার বাংলা।
চট্টগ্রাম পৌঁছানোর পরপরই চালক আনোয়ার পাশা বাংলানিউজকে জানান, ঘণ্টায় ট্রেনটির গতি ছিলো ৭২ কিলোমিটার।
৭৪৬ আসনের ট্রেনে প্রথম যাত্রায় যাত্রী ছিলেন ১৭০ জন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসএ/এইচএ/
**সবই আছে, নেই শুধু ওয়াইফাই
**‘সোনার বাংলা’ চলেছে চট্টগ্রাম