তিনদিনের সফরে স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বিশেষ দূত কিয়াও ঢাকা পৌঁছাবেন মঙ্গলবার (১০ জানুয়ারি)।
বুধবার (১০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সু চি’র বিশেষ দূতের সাক্ষাৎ হবে বলে জানা যায়।
কিয়াও এ সফরে সম্প্রতি রাখাইন রাজ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান, সেখানকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পরিস্থিতি, প্রতিশ্রুত ২ হাজার ৪৯৫ জন রোহিঙ্গা ফেরত নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য দেশটির নেত্রী অং সান সু চি তার এ বিশেষ দূতকে বাংলাদেশ সফরে পাঠাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত কয়েক মাসে রাখাইন রাজ্য থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এছাড়া অাগে পালিয়ে অাসা প্রায় তিন লাখেরও বেশি রোহিঙ্গা এদেশে বসবাস করছে।
আর বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বসবাস করা ও নতুন অাসা নিবন্ধিত সব রোহিঙ্গাদের ফেরত নেওয়া, সাম্প্রতিক পরিস্থিতির মূল কারণ অনুসন্ধানসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনায় জোর দেওয়া হবে।
কয়েকদিন অাগে রয়টার্স জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ হাজার ৪১৫ রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নিতে অাগ্রহী মায়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে তিনলাখ রোহিঙ্গার হিসাব তাদের কাছে নেই বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জেপি/এএ