ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২২ জানুয়ারি নতুন ভবনে অফিস করবেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
২২ জানুয়ারি নতুন ভবনে অফিস করবেন সিইসি নির্বাচন কমিশনের নতুন ইসি ভবন- ছবি: কাশেম হারুণ

ঢাকা: কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আগামী ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে। তাই ২২ জানুয়ারি সম্প্রতি উদ্বোধন হওয়া নতুন ভবনে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (১১ জানুয়ারি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের নতুন ভবন- ছবি: কাশেম হারুণনির্দেশনায় বলা হয়, আগামী ২২ জানুয়ারি (রোববার) কমিশন নতুন ভবনে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে।

তাই এর আগেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় প্রস্তুত, ভবনের সাজসজ্জার কাজ ইত্যাদি শেষ করে অফিস করার উপযোগী করতে হবে।

২০০৭ সালে পশ্চিম আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশে নিজস্ব ভবন নির্মাণের জন্য দুই একর ৩৬ শতাংশ জমি নির্বাচন কমিশনকে বরাদ্দ দেয় গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয়। ২শ’ ১৩ কোটি তিন লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ ২০১১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পূর্বের কিছু স্থাপনা সরাতে দেরি হওয়ায় ভবনটির কাজ শুরু হয় ২০১২ সালে।

ইলেকশন রিসোর্স সেন্টার (ইআরসি) নামে ইসির নিজস্ব ভবনটির দু’টি অংশ রয়েছে। যার একটি অংশ হচ্ছে ১২তলা বিশিষ্ট ইটিআই (নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট) ভবন। অন্যটি হচ্ছে ১১তলা বিশিষ্ট বাংলাদেশ নির্বাচন কমিশন-বিইসি ভবন।

বিইসি ভবন নির্মাণের মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। কিন্তু বর্তমান কমিশন তার মেয়াদেই নতুন ভবনে অফিস করবে বিধায় শেষ দিকে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ইইউডি/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।