ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটগুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
খুলনায় পাটগুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট খুলনায় খান জাহান আলী জুট ট্রেডিং আগুন/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় খান জাহান আলী জুট ট্রেডিং নামে একটি পাটগুদামে আগুন লেগেছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে মহানগরীর আড়ংঘাটার এ জুট মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের নয়টি ইউনিট। পাটগুদামটির মালিক সেলিম শেখ।

এলাকাবাসী বাংলানিউজকে জানায়, হঠাৎ করে পাটগুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে আগুনের শিখা দেখা যায়।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে আগুন নেভানোর কাজে সহায়তা করছে।

আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, আগুন গুদাম ছাড়াও বাতাসের মাধ্যমে পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

এমআরএম/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।