বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাচক হাওরে পালিয়ে থাকাবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ছুরা।
থানার উপ পরিদর্শক (এসআই) ইমরুজ তারেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে হামলার কাজে ব্যবহৃত ছুরা উদ্ধার করা হয়। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (১৫ জানুয়ারি) দুপুরের উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার সুমাকে কালিগঞ্জ যাবার পথে ছুরিকাঘাত করে ওই গ্রামের আবদুল গফুরের ছেলে বাহার।
পরদিন সোমবার (১৬ জানুয়ারি) এ ঘটনায় জকিগঞ্জ থানায় বাহারসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে সুমার মা করিমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনার মূল হোতা অভিযুক্ত বাহারের ভাই নাসির উদ্দিনকে আটক করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। আহত সুমা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
**সিলেটে কলেজ ছাত্রীর ওপর হামলাকারীর ভাই আটক
**সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে জখম
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এনইউ/বিএস