ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদকের কাজে সহযোগিতা করবে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
দুদকের কাজে সহযোগিতা করবে এডিবি

ঢাকা: দুর্নীতি প্রতিরোধে দুদকের ইতিবাচক পদক্ষেপগুলোকে বিবেচনায় রেখে এডিবি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’র (এডিবি) প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক মতবিনিয়ম সভায় এ কথা জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের ইকবাল মাহমুদ বলেন, দুদকের কাজের পদক্ষেপগুলোকে আমলে নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং।

এছাড়া মানিং লন্ডারিং, জনসচেতনতা ও বিভিন্ন কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুদককে সহযোগিতা করবে এডিবি।

সভায় উপস্থিত ছিলেন এডিবি’র ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি প্রমুখ। এরঅগে এডিবির প্রতিনিধি দলের সদস্যরা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসজে/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।