ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাঝরাতে এলো তুমুল বৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
মাঝরাতে এলো তুমুল বৃষ্টি মাঝরাতে এলো তুমুল বৃষ্টি-ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ক’দিন ধরেই ঢাকায় সকাল সন্ধ্যায় শীত শীত অনুভূত হচ্ছিল। সন্ধ্যের পরই ঠাণ্ডা হাওয়া। বৃষ্টি আসবে বুঝি, কিন্তু বৃষ্টি হচ্ছিল না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি পড়ে। দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের ‍বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad