ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

অভিযানের খবরে সড়কে বাস উধাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
অভিযানের খবরে সড়কে বাস উধাও অভিযানের খবরে সড়কে বাস উধাও/ছবি: রানা

ঢাকা: সড়কে পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় দিনের মতো চলছে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান।

তবে অভিযানের খবরে মামলা, জেল ও জরিমানা এড়াতে বাসশূন্য হয়ে পড়েছে রাজধানীর ব্যাস্ততম সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহনের যাত্রীরা।

মঙ্গলবার (০৭ মার্চ) রাজধানীর খিলগাঁও, মতিঝিল এলাকায় সরেজমিনে গিয়ে এ অবস্থা দেখা যায়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যাত্রীরা পাচ্ছেন না বাস। একজন যাত্রী ক্ষোভের সঙ্গে কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, সব জায়গায় অনিয়ম। এভাবে আমাদের হয়রানি না করে বাসস্ট্যান্ডে অভিযান করলেই তো হয়!
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট/ছবি: রানারাজধানীর খিলগাঁও এলাকার হিকমাহ হাসপাতালের সামনে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট বসেছে। এ খবর পেয়ে হাতেগোণা কয়েকটি বাস চললেও জরিমানা এড়াতে ট্রাফিকের সহযোগিতায় বেশিরভাগ বাস ভিন্ন পথে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।