ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রেকর্ড গড়লো দশম সংসদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রেকর্ড গড়লো দশম সংসদ

জাতীয় সংসদ ভবন থেকে: রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রেকর্ড গড়েছে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেন। ২৩ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ২৩৫ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। শেষ দিন অর্থাৎ, ৯ মার্চ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও আলোচনায় অংশ নিয়েছেন।
 

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তৃতার হিসাব ধরে মোট ৬৪ ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ। রাষ্ট্রপতির ভাষণের ওপর এবারের আলোচনা রেকর্ড গড়েছে বলেও জানান তিনি।



বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের ৩৭তম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান।

চিফ হুইপের বক্তব্যের পর বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার মধ্য দিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষ হয়। পরে ভাষণটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। কার্যত ৯ মার্চই ১৪তম অধিবেশন শেষ হচ্ছে। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাবে একটি বিশেষ আলোচনার জন্য ১১ মার্চ শনিবারও সংসদ অধিবেশন চলবে বলে আগেই জানিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসকে/এসএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।