রোববার (১৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচিত হবেন; শুধু নেতা হয়ে বসে থাকলে হবে না; তাঁতীদের উন্নয়নে কাজ করতে হবে-এগিয়ে আসতে হবে।
জামদানির স্বত্ব (পেটেন্ট) নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্বত্ব নিতে আমাদের অন্য দেশের সঙ্গে জিততে হয়েছে। সরকার স্বত্ব নিতে সক্ষম হয়েছে। জামদানি এখন শুধুই বাংলাদেশের। এটা আমাদের একটা বড় অর্জন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমইউএম/এইচএ/আইএ