শুল্ক ফাঁকি দেওয়া কালো রংয়ের রেঞ্জ রোভার গাড়িটি মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ধানমন্ডি থেকে জব্দ করা হয়।
জানা যায়, গাড়িটি ভুয়া আমদানি দলিল দিয়ে ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল।
কাস্টম হাউসের নথি যাচাই করে এ বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া যায়। প্রিন্স মুসা- বাসা ৫এ/বি, হাউস ৮, রোড ১০৪, গুলশান-২ এ গাড়িটি ব্যবহার করছেন। এ বিষয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদিও শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে গাড়িটি অন্যত্র সরিয়ে ফেলা হয়।
এর আগে প্রিন্স মুসা বিন শমসেরকে গাড়ি হস্তান্তর করার জন্য সকাল ৮টায় নোটিশ দেওয়া হয়। কিন্তু আগেই টের পেয়ে ধানমন্ডিতে আত্মীয়ের বাসায় বিলাসবহুল গাড়িটি লুকিয়ে রাখা হয়। প্রথমে গাড়িতে করে সকাল সাড়ে ৬টায় নাতিকে ধানমন্ডির একটি স্কুলে ডিউটিতে পাঠানো হয়।
শুল্ক গোয়েন্দার দল গাড়ির খোঁজ করতে প্রিন্স মুসার গুলশানের বাড়িতে গেলে তিনি স্কুল থেকে গাড়ি ধানমন্ডির হাউস ৫১-এ, রোড ৬এ-র লেকব্রিজ অ্যাপার্টমেন্টে লুকিয়ে রাখেন। স্কুল ছুটি হলে দুপুর ২টায় অন্য আরেকটি গাড়িতে করে নাতিকে গুলশানের বাড়িতে আনা হয়।
শুল্ক গোয়েন্দার দল ধানমন্ডির বাড়ি থেকে বিকেল সাড়ে ৩টায় গাড়িটি উদ্ধার করে।
ভোলার বিআরটিএ থেকে জানা যায়, গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেওয়া হয়। গোয়েন্দা তথ্যানুযায়ী গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন।
এ ঘটনায় শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭/আপডেট: ১৯১৮ ঘণ্টা
এসজে/জেডএস