শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাত সোয়া ৩টার পর একটি সাদা রংয়ের গাড়িতে করে তিনি ঘটনাস্থলে পৌঁছান।
দক্ষিণ সুরমার শিববাড়ি উস্তার মিয়ার মালিকানাধীন ভবন ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশের আহ্বানের পরও আত্মসমর্পণে সাড়া না দেওয়ায় সোয়াত সদস্যদের সঙ্গে অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের তলব করা হয়। প্যারা-কমান্ডো ইউনিট ও সোয়াত সদস্যরা বাসার ভেতরে ও চারপাশে অবস্থান নিয়েছেন। অভিযান চালাতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে যৌথ বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনইউ/জেডএস