ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার ইলিশ, সিল্কের শাড়ি ও চমচম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উপহার নিয়ে গেছেন দিল্লিতে

নয়াদিল্লি থেকে: পাজামা-পাঞ্জাবি, সিল্কের শাড়ি, চামড়ার ব্যাগ। ও হ্যাঁ, টসটসে রসগোল্লা, চমচম, সন্দেশ আর দই। সামনে যে আবার বাংলা নববর্ষ! বাংলাদেশের ঐতিহ্য স্বাদের ইলিশ না থাকলে হয়? 

নয়াদিল্লিতে এমন ঝুড়ি ঝুড়ি উপহারই নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আভিজাত্য ও ঐতিহ্যের ধারক এবং মুখরোচক এসব উপহার তিনি নিয়ে এসেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ রাষ্ট্র ও সরকারের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাদের জন্য।

নয়াদিল্লির বিমানবন্দরে নামার পরই অতিথি শেখ হাসিনাকে চমকে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রটোকল ভেঙে তিনি স্বয়ং বিমানবন্দরে গিয়ে সৌহার্দ্যের নজির দেখিয়ে হাসিনাকে ফুল দিয়ে বরণ করেন।

এই সৌহার্দ্য আর বন্ধুত্বের বার্তা নিয়ে হাসিনাও যেন রওয়ানা হন ঢাকা থেকে। প্রণব-মোদি থেকে শুরু করে সুষমা স্বরাজ-মমতা বন্দোপাধ্যায় এমনকি সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীদের জন্য শুভেচ্ছা উপহারের ঝুড়ি নিয়ে আসেন তিনি।

প্রণব মুখোপাধ্যায়ের জন্য তিনি এনেছেন সাদা সিল্কের পাজামা-পাঞ্জাবি, বৃহদাকার চিত্রকর্ম, ১২ প্যাকেট ভর্তি করে ডিনার সেট, প্রিমিয়াম লেদারের একটি অফিস ব্যাগ। সঙ্গে বাঙালিয়ানা মজাদার খাবার। যার মধ্যে রয়েছে চমচম, গুড়ের সন্দেশ, রসগোল্লা, দই। আর মাছের রাজা ইলিশ।  

রাষ্ট্রপতির স্ত্রী বাঙালিকন্যা শুভ্রা মুখোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো তার জন্যও অনেক উপহার নিয়ে আসতেন। তবে তার কন্যা শর্মিষ্ঠার জন্য একটি সিল্ক শাড়ি আনতে ভোলেননি প্রধানমন্ত্রী।  

উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারীর জন্য এসেছে চায়ের আয়োজনের জন্য সেট, চামড়ার ব্যাগ। তার জন্যও শেখ হাসিনা এনেছেন মিষ্টি দুই পদ- সন্দেশ ও রসগোল্লা।  

আর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে চমকে দেওয়া নরেন্দ্র মোদির জন্য শেখ হাসিনা এনেছেন রাজশাহীর ঐতিহ্যবাহী ধুপিয়ান সিল্ক। তার উপহারের তালিকায় রয়েছে প্রিমিয়াম লেদারের অফিস ব্যাগ, মিষ্টির নানা পদ আর দইও।  

প্রধানমন্ত্রীর মায়ের জন্যও শেখ হাসিনা এনেছেন উপহার, রাজশাহীর সিল্ক শাড়ি।  

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য শাড়ি, দই মিষ্টি আর মমতা বন্দোপাধ্যায়ের জন্য শাড়ি দই-মিষ্টি রয়েছে শেখ হাসিনার উপহার তালিকায়।  

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্যদের তালিকায় আরও রয়েছেন ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মল সীতারাম, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী, সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীসহ মোট ৩৫ জন। এদের সবার জন্যই রয়েছে নানাপদের উপহার সামগ্রী।

চারদিনের দ্বিপাক্ষিক সফরে এখন নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লিতে আসেন।

এই সফরে শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী সবার ‍হাতে উপহার সামগ্রী তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭/আপডেট ২১৪৯ ঘণ্টা
এইচএ/এমএমকে/

আরও পড়ুন
** হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ