সব প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। আর তারই প্রতিক্রিয়ায় এই অভিভূত হওয়ার কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নয়াদিল্লি পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা পেয়ে যান একটি অভ্যর্থনা অনুষ্ঠানে। বিকেলে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। তাতে উপস্থিত ছিলেন দিল্লিতে বিশ্বের নানা দেশ থেকে আসা কূটনীতিকরা। আরও ছিলেন দিল্লির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সেখানেই সাংবাদিকরা শেখ হাসিনাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। তখনই তারা জানতে চান প্রটোকল ভেঙে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চলে যাওয়াকে কিভাবে দেখছেন। শেখ হাসিনা এক কথায় জবাব দেন। বলেন, ‘আমি অভিভূত’।
এ সময় সাংবাদিকরা আরও নানা বিষয়ে প্রশ্ন করেন। গঙ্গা ব্যারেজ (বাঁধ) নিয়ে একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারতের সহযোগিতা নিয়ে এই ব্যারেজ করতে চাই। এতে দু’দেশই লাভবান হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, তিস্তা চুক্তি নিয়ে আমি আশাবাদী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ এলে তিনি বলেন, মমতাও দিল্লি এসেছেন। তার সঙ্গে কথা হবে।
এর আগে, দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট নয়াদিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করে।
ফ্লাইট থেকে নামার পর প্রধানমন্ত্রীকে বড় চমক দেন নরেন্দ্র মোদি। প্রটোকল ভেঙে তিনি সৌহার্দ্যের নজির দেখিয়ে বিমানবন্দরে এসে শেখ হাসিনাকে ফুল দিয়ে ঊষ্ণ অভ্যর্থনা জানান।
সেসময় ভারতের ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এইচএ/এমএমকে/
আরও পড়ুন
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা
** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং
** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর
**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে
** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা