ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নববর্ষ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
নববর্ষ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ ডাকটিকিট উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

ঢাকা: বাংলা নববর্ষ (মঙ্গল শোভাযাত্রা) উপলক্ষে ১০ টাকা মূল্যমানের দু’টি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে বিভাগের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিটকের কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ ডাকটিকিট উন্মোচন করেন প্রতিমন্ত্রী।
 
এছাড়াও ৫০ টাকা মূল্যমানের একটি স্যুভেনিয়র শিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেন তারানা হালিম।

এজন্য একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।