ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আঁই টিপসই করি ন’ কর্মসূচি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
‘আঁই টিপসই করি ন’ কর্মসূচি শুরু ‘আঁই টিপসই করি ন’ কর্মসূচি শুরু-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীকে নিরক্ষরমুক্ত করার প্রত্যয়কে সামনে রেখে পথচলা শুরু করেছে বেসরকারি উদ্যোগে পরিচালিত সাক্ষরতা অভিযান প্রকল্প ‘আঁই টিপসই করি ন’।

সোমবার (০৮ মে) বিকেলে শহরের একটি মাঠে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।  

প্রকল্পের সমন্বয়ক সাজ্জাদ হোসেন দিপু ও সহকারী সমন্বয়ক ফখরুল ইসলাম ফাহাদের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ইমন উল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তরুণরাই পারবে সমাজ পরিবর্তন করতে। তাদের স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখে অল্প অল্প কাজ দিয়ে শুরু করতে হবে। ফেনীর তরুণরা যে স্বপ্ন নিয়ে প্রকল্পটি শুরু করেছে তা সফল হবে।  

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, এ কাজে সব সময় ফেনীর পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়াবে।

প্রকল্পের সমন্বয়ক সাজ্জাদ হোসেন দিপু জানান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের পাঠশালা’র উদ্যোগে এ সাক্ষরতা অভিযানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, ফেনী লিও ক্লাবসহ ১২টি সংগঠনের প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী।  

সাজ্জাদ হোসেন দিপু জানান, প্রাথমিকভাবে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হবে কার্যক্রম। টানা পাঁচদিন কয়েকটি টিমে ভাগ হয়ে কাজ করবে স্বেচ্ছাসেবীরা। এরপর কাজটি ছড়িয়ে দেওয়া হবে পৌরসভার ১৮টি ওয়ার্ডে। ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়বে পুরো জেলায়।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এসএইচডি/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।