ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ৯, ২০১৭
গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: হঠাৎ ঝড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে একটি শত বছরের পুরাতন তেঁতুল গাছ উপড়ে পড়ে সাত ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল ৭টার দিকে গাছটি উপড়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এতে করে দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

অনেকেই ২৫ কিলোমিটার ঘুরে পলাশবাড়ী হয়ে চলাচল করছেন।

এ ঘটনার পর থেকে গোবিন্দগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল সড়কটি সচল করতে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

তবে দুপুর আড়াইটা পর্যন্ত তেঁতুল গাছটির কোনো অংশই অপসারণ করা সম্ভব না হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

এদিকে, ঝড়ের কারণে জেলার বিভিন্ন উপজেলার পাকা ধান, ফসলি জমিসহ কাঁচা ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, গাছটি অপসারণে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।