ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর জেনারেল শাকিল নেওয়াজ জানান, বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে তিনি মতিনের মরদেহ দেখেছেন।
এ সময় মরদেহ দাফনের জন্য তিনি মতিনের পরিবারকে ২০ হাজার টাকা দিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মতিনের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
ভোর ৫টা থেকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। এরপর থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা।
পানি ছুড়তে গেলে জঙ্গিরা ফায়ার কর্মীদের উপর হামলায় চালায়। এতে গুরুতর আহত হন মতিন। উদ্ধার করে রামেকে নেওয়ার পথে তিনি মারা যান। মতিনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসএস/আরআর/বিএস