ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে স্বর্ণের দোকানে ধর্মঘট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সারাদেশে স্বর্ণের দোকানে ধর্মঘট

ঢাকা: সম্প্রতি আপন জুয়েলার্সের ৫টি শো-রুমে শুল্ক গোয়েন্দার অভিযান ও স্বর্ণ জব্দের পর বৃহস্পতিবার (১৮ মে) নিউমার্কেটের আমিন জুয়েলার্সে অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দা ও ভ্যাট কর্মকর্তারা। আর এ ঘটনার পরপরই সারাদেশের ১০ হাজার সোনার দোকানে তালা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মার্কেটে বাজুসের বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে।

বাজুসের বৈঠকে সরকারের প্রতি জুয়েলারি ব্যবসা বান্ধব আমদানি নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয় বলেও জানান দিলীফ কুমার আগরওয়াল।

ধর্মঘটের ব্যাপারে ভেনাস জুয়েলার্সের পরিচালক বিপ্লব কুমার মালাকার বাংলানিউজকে বলেন, আমিন জুয়েলার্সে হয়রানিমূলক অভিযানের প্রেক্ষিতে আমরা সারা দেশের সোনার দোকানে তালা দিয়ে দিয়েছি। এ দেশে প্রায় ১০ হাজার সোনার দোকান আছে। ৪০ বছর ধরে সবাই একই নিয়মে ব্যবসা করে আসছি। কে কিভাবে ব্যবসা করে সবাই জানে। আমরা সরকারকে ট্যাক্স ও ভ্যাট দিয়েই ব্যবসা করি। আমাদের ব্যবসা অবৈধ হলে সরকার কেন আমাদের সেই অবৈধ পয়সা থেকে ভ্যাট ও কর নেয়? শুল্ক গোয়েন্দা অধিদফরের এ অভিযানকে হয়রানিমূলক বলেই মনে করছি আমরা।

ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান গঙ্গা চরন মালাকার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি।  বাজুস জানিয়েছে দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম এবং স্বর্ণের দোকানে এই ধর্মঘট কার্যকর হবে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে অংশ নিচ্ছেন ১০ হাজার দোকান ও ৩ লাখ স্বর্ণ শিল্পী।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আএরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।