ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘মাননীয় ওবায়দুল কাদের, একবার সাতক্ষীরায় আসুন’

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
‘মাননীয় ওবায়দুল কাদের, একবার সাতক্ষীরায় আসুন’ নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মহিদার রহমান/ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, সাদা সোনা খ্যাত চিংড়ি ও হালের আমের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দক্ষিণের জেলা সাতক্ষীরার প্রতিটি সড়কেরই বেহাল দশা। খানা-খন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুঝুঁকি। কিন্তু এ ব্যাপারে উদাসীন জনপ্রতিনিধিরা।

বাংলানিউজকে দেওয়া এক সাক্ষা‍ৎকারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মহিদার রহমান গভীর উদ্বেগের সঙ্গে কথাগুলো বলছিলেন।

দীর্ঘদিন এ জেলার প্রতি অবহেলার কথা উল্লেখ করে মহিদার রহমান বলেন, গত এক দশক ধরে শুধু ইট-পাথর দিয়েই সড়ক সংস্কার করা হয়।

কিন্তু জনগণের দুর্ভোগ লাঘবে কোনো টেকসই উদ্যোগই নেওয়া হয় না।

সামনে ঈদ। এ অবস্থায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।

সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়ক, সাতক্ষীরা-যশোর সড়ক, সাতক্ষীরা-আশাশুনি সড়কসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কেরই একই অবস্থা উল্লেখ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত এই নেতা বলেন, সড়কের এক জায়গায় পট্টি দেওয়া হয় তো অন্য জায়গায় দেওয়া পট্টি উঠে যায়। অর্থাৎ, যা তাই অবস্থা।

সাতক্ষীরা শহরের বেহাল সড়ক/ছবি: বাংলানিউজসড়ক সংস্কারে জনপ্রতিনিধিদের ভূমিকা কি জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্যরা শুধু উন্নয়নের স্লোগান দিতে ব্যস্ত। কিন্তু সাতক্ষীরায় সরকার যা কিছু করেছে তার সবটাই ম্লান হয়ে গেছে বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগে।

তিনি বলেন, মাঝে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাতক্ষীরায় এসে বলেছিলেন, ‘আমার কোমর ভেঙে গেছে’। আসলেই রাস্তা-ঘাটের যে অবস্থা, তাতে মানুষের কোমর থাকছে না। এতো খারাপ রাস্তা দেশের আর কোথাও আছে বলে আমার মনে হয় না।

খানা-খন্দে ভরা সাতক্ষীরার সড়কসাতক্ষীরার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মাননীয় মন্ত্রী। আপনি দয়া করে একবার সাতক্ষীরায় আসুন। এখানকার মানুষের দুর্ভোগ দেখে যান। আপনি এলে সেই সুবাদেও যদি সাতক্ষীরার রাস্তা-ঘাট ভালো হয়, তাতেও মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। এখানকার এমপিদের প্রতি মানুষের আর আস্থা নেই।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।