ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাণিজ্যে বাংলাদেশ-সুইডেন খুলতে পারে নতুন দিগন্ত

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
বাণিজ্যে বাংলাদেশ-সুইডেন খুলতে পারে নতুন দিগন্ত সুইডেনের রাজধানী স্টকহোমের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে

স্টকহোম, সুইডেন: সুইডেন সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বৃহস্পতিবার (জুন ১৫) দুপুরে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর দেশটির প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সাক্ষাতে মিলিত হবেন তিনি।

দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, সহযোগিতা বৃদ্ধির আলোচনা ছাড়াও সন্ত্রাস-জঙ্গিবাদ, জলবায়ুসহ আর্ন্তজাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে বাংলাদেশের প্রথম কোন প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে দ্বিপাক্ষিক সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 এ সফরে সুইডেন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সর্ম্পকে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের রাজা, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, স্পিকার ও একজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সুইডেনের রিটেইলার ব্রান্ড এইচঅ্যান্ডএম এর প্রধান নির্বাহীসহ সুইডেনের শীর্ষ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।

সুইডেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য আমদানি করে। সুইডেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্ক মুক্ত সুবিধা পায়।  দুই দেশের বিদ্যমান বাণিজ্যের পরিমাণ ৫৫৬ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর ও সম্প্রসারিত হবে।  একই সঙ্গে ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার (১৪ জুন) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে স্ক্যানডিনেভিয়ান এয়ারলাইন্সের এসকে-৫২৮ ফ্লাইটে সুইডেনের স্টকহোম আরলান্ড বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ৪৭ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সুইডেন সরকারের চিফ অব প্রোটোকল কর্মকর্তা ক্লাস মলিন, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সফরকালীন আবাসস্থল গ্র্যান্ড হোটেলে নেয়া হয়।  গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান আওয়ামী লীগ, সুইডেন আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে রওনা হয়ে লন্ডনে যাত্রাবিরতি দিয়ে সুইডেন আসেন প্রধানমন্ত্রী।  লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ সংসদ সদস্য হিসেবে সদ্য নির্বাচিত ভাগনি টিউলিপ সিদ্দিক ও ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

সুইডেনে প্রধানমন্ত্রীর কর্মসূচি 

প্রধানমন্ত্রীর সুইডেন সফরের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেনের পার্লামেন্ট পরিদর্শনের মধ্য দিয়ে। পরে সেখানে প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।  বেলা ১২টায় রয়েল ক্যাসলে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী।  

বেলা পৌনে একটার সময় সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেখানে সুইডেনের প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

ভোজের পর সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের উপপ্রধানমন্ত্রী ইসাবেলা লোভিন বৈঠকে মিলিত হবেন।

পরে সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্গান জোহানসন এর বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।  বিকেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের শেষ দিন শুক্রবার (১৬ জুন) সকাল ৯টায় সফরকালীন আবাসস্থল গ্র্যান্ড হোটেলের মিটিং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন সুইডেনের রিটেইলার ব্রান্ড এইচঅ্যান্ডএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল জোহান পারসন।

এর পর সাক্ষা‍ৎ করবেন ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেনবার্গ ও ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ।  সকাল ১০টায় হোটেলের কনফারেন্স রুমে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টায় এবিবি সুইডেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান সোডারস্ট্রম  হোটেলের মিটিং রুমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বৃটিশ এয়ারওয়েজের বিএ-৭৭৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। লন্ডনে যাত্রাবিরতির পর স্থানীয় সময় বিকেল ৬টা ২০মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ ‍জুন) সকাল এগারোটার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।