নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সমালোচনা করে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৭টায় স্টকহোম সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ড. ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি পদে থেকে গ্রামীণ ব্যাংকের গরীবের টাকা সরিয়ে নিজের নামে ৪০/৫০ টি কোম্পানি করেন। সেই টাকাতো তারাই সরিয়েছে। ’
তিনি বলেন, ‘গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি দিয়েছিলাম। কথা ছিলো ফোনের লাভের টাকা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরীবের কাছে যাবে। সেটাও যায়নি। তাও নিজেই আত্মসাত করেন। ’
‘আর গ্রামীণ ব্যাংকের আইন ভঙ্গ করে প্রায় ১০ বছর এমডি পদে থাকেন। ’
শেখ হাসিনা বলেন, ‘তাকে বলা হয়েছিলো আপনি ছেড়ে দেন। আমাদের অর্থমন্ত্রী, গওহর রিজভী নিজেরা গিয়ে তাকে বলেছিলেন। উনি তা না শুনে মামলা করলেন। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আইনে নাই কারণ কোর্ট তো তার বয়স কমিয়ে দিতে পারবে না। ফলে তিনি এমডির পদ হারালেন। ’
‘হিলারি ক্লিনটনকে দিয়ে তিনি আমাকে ফোন করালেন। জয়কে তিন তিন বার স্টেট ডিপার্টমেন্ট ডেকে নিয়ে হুমকি দেওয়া হলো,’ বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এমডি সরকারি পদ। চাকুরিটাই ছিলো সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু তিনি কোন নিয়ম কখনো মানেননি। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে তার ইনভেস্টমেন্ট গড়া, বিদেশে টাকা দেয়া। ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দেয়া কোথা থেকে কিভাবে এই টাকাগুলো তিনি দিলেন। এগুলো এখন প্রশ্ন এসেছে। ’
পদ্মাসেতুতে দূর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কানাডা কোর্ট রায় দিয়েছে এই অভিযোগটা সম্পূর্ণ ভাবে মিথ্যা। যে ঐ পদ্মাসেতুতে কোন দূর্নীতি হয় নাই।
তিনি বলেন, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দেশের সেবা করতে এসেছি, তাদের মতো গরীবের টাকা বা গরীবের রক্ত চুষে খেতে আমরা আসিনি। গরীবের ভাগ্য পরিবর্তন করতে এসেছি।
পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংককে দিয়ে পদ্মাসেতুর টাকা বন্ধ করা। আর আমাদের ওপর দূর্নীতির অভিযোগ আনা। তার পেছনেও যে তাদের হাত আছে এতে কোন সন্দেহ নেই। ’
‘মনে যদি সততা সাহস থাকে যে কোন অবস্থার মোকাবেলা করা যায়,’ বলেন বঙ্গবন্ধু কন্যা।
অনুষ্ঠানে ইউরোপ ও সুইডেন আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
সুইডেনের রাজার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এমইউএম/এমএমকে