ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কণ্ঠশিল্পী জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
কণ্ঠশিল্পী জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক 

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আবদুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি। 

বুধবার (৩০ আগস্ট) এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জানান।

শোক বার্তায় মো. আবদুল হামিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ থেকে প্রচারিত তার কণ্ঠের অসংখ্য গান মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল।

তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিল্পীকে হারালো।  

‘তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি। এই বরেণ্য শিল্পীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ’

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।  

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালজয়ী শিল্পী আবদুল জব্বার।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।